গ্রাহক ৫৫ টাকার স্ক্র্যাচ কার্ড কিনে কার্ডের সেট মিলালে জিততে পারবেন বিভিন্ন আকর্ষণীয় ক্রিকেট উপহার। ৫৫ টাকার স্ক্র্যাচ কার্ডের প্রতিটিতে একজন করে জাতীয় ক্রিকেট খেলোয়াড়ের নাম দিয়ে মোট ১১টি আলাদা কার্ড রয়েছে। আলাদা আলাদা খেলোয়ারদের স্ক্র্যাচ কার্ডের সেট মিলিয়ে গ্রাহক জিতবেন বিভিন্ন উপহার (স্টক থাকা পর্যন্ত)। প্রতিটি ৫৫ টাকার স্ক্র্যাচ কার্ডের সাথে আছে একটি করে প্লেয়ার কার্ড।
উপহারসমূহ
১. মাশরাফি সহ ৩টি ভিন্ন স্ক্র্যাচ কার্ড জমালে একটি ক্যাপ
২. মাশরাফি সহ ৭টি ভিন্ন স্ক্র্যাচ কার্ড জমালে একটি মিনি অটোগ্রাফ ক্রিকেট ব্যাট
৩. মাশরাফি সহ ১১টি ভিন্ন স্ক্র্যাচ কার্ড জমালে একসাথে ব্যাগ + জার্সি + মাশরাফির সাথে আড্ডা
উপহার পেতে হলে
- রবি গ্রাহকরা ৫৫ টাকার স্ক্র্যাচ কার্ড কিনতে পারবেন যেকোনো রিচার্জ পয়েন্ট থেকে। কিন্তু উপহার পেতে হলে রবি সেবা কেন্দ্রে
ব্যবহৃত স্ক্র্যাচ কার্ডের সেট জমা দিতে হবে
- ব্যবহৃত স্ক্র্যাচ কার্ড সেট জমা দেয়ার পর উপহার পেতে সর্বোচ্চ ৪৮ ঘন্টা লাগবে
- ১১টি স্ক্র্যাচ কার্ডের সেটের উপহার প্রদান করা হবে অফার শেষ হলে এবং প্রদানের পূর্বে অবশ্যই যোগাযোগ করা হবে। গ্রাহককে
অবশ্যই ১১টি স্ক্র্যাচ কার্ড সেট সহ রবি সেবা কেন্দ্রে এসে কার্ডগুলো দেখাতে হবে, এবং নাম ও নম্বর সহ যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে, যাতে পরবর্তীতে পুরস্কার প্রদানের সময় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়। মাশরাফির সাথে দেখা করার সময় গ্রাহককে অবশ্যই ১১টি স্ক্র্যাচ কার্ড সেট দেখাতে হবে।
উপহারের শর্তাবলী
- প্রত্যেকটি সেটে অবশ্যই মাশরাফির স্ক্র্যাচ কার্ড থাকতে হবে
- প্রত্যেক সেটে যেকোনো খেলোয়াড়ের স্ক্র্যাচ কার্ড একাধিকবার ব্যবহার করা যাবে না
- গ্রাহককে উপহার পেতে হলে অবশ্যই স্ক্র্যাচ কার্ড সেট জমা দিতে হবে, প্লেয়ার কার্ড নয়
- জমা দেয়া স্ক্র্যাচ কার্ড যথাযথভাবে থাকতে হবে। ছেড়া, ফাঁটা, নষ্ট হওয়া স্ক্র্যাচ কার্ড গ্রহণযোগ্য নয়
- স্ক্র্যাচ কার্ড অবশ্যই ব্যবহৃত হতে হবে এবং ১৬ ডিজিটের নম্বরটি সম্পূর্ণ দৃশ্যমান থাকতে হবে
- উপহার প্রদানের সর্বশেষ সিদ্ধান্ত রবি সংরক্ষণ করে
- রবি’তে কর্মরত কোনো ব্যাক্তি বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, সংস্থা, সহযোগী এবং তাদের পরিবারের সদস্যদের কেউ এই উপহারের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না
অন্যান্য শর্তাবলী
- গ্রাহকের পূর্বে ব্যবহৃত কলরেট বহাল থাকবে
- রিচার্জ করা ৫৫ টাকা গ্রাহকের মূল অ্যাকাউন্টে জমা হবে
- স্ক্র্যাচ কার্ডের রিচার্জের (৫৫ টাকা) মেয়াদ রিচার্জ করার দিন থেকে ৬০ দিন
- উপরোক্ত শর্তাবলীর সকল প্রকার পরিবর্তন, পরিমার্জন, সংযোজন, বিয়োজন অথবা কোনো প্রকার পূর্ব নোটিশ ব্যতীত যেকোনো সময় অফার সম্পূর্ণ বাতিল করার অধিকার রবি সংরক্ষণ করে
TAgs:-
robi 55tk recharge offer
robi offer
meeting with mashrafi robi offer
recharge 55 tk and meet mashrafi
- #৫৫ টাকা রিচার্জে মাশরাফির সাথে দেখা করুন
0 comments:
Post a Comment