Latest News

Recent Post

Featured
Featured
Most Popular
Videos

বিশ্বাস করেন বা নাই করেন কথা সত্যি! – মাত্র ১ মেগাবাইটের Windows XP (Service pack 2) !!!

আসসালামুআলাইকুম, মহান আল্লাহ-তায়ালার রহমতে নিশ্চই সবাই ভালোই আছেন।
এখন মোটামুটিভাবে সকলেই উইন্ডোস সেটআপ করতে পারে। তাই XP সিডি কিন্তু কমবেশী সকলেরই এক প্রয়োজনীয় বস্তু। যদিও এখন Xp চাইতে আরোও ভালো অপারেটিং সিস্টেম আছ! কিন্তু যাই বলেন না কেন ভাই অফিসিয়াল বা ব্যবসায়ের কাজের জন্য আমার কাছে XP একটি অন্যতম অপারেটিং সিস্টেম। যদিও বাড়ীতে অন্য অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকি। সুতরাং একথা অনস্বীকার্য যে “Xp এখনোও সর্বজন সমাদৃত ও বহুল ব্যবহৃত অন্যতম একটি অপারেটিং সিস্টেম।” তাই এর প্রয়োজনীয়তাও কিন্তু অপরিসীম।
তাই এর একটি হাই কমপ্রেস্ড কপি সংগ্রহ করলাম। এখন আপনাদের সাথে শেয়ার করব ইনশআল্লাহ।
এটির ওজন মাত্র ১ মেগাবাই প্রায়। হয়তবা অনেকেই ভাবছেন আসলেই কি সম্ভব যে, মাত্র ১ এমবির এক্সপি? যদি বিশ্বাস না হয় তাহলে
ডাউনলোড করে দেখতে পারেন। ডাউনলোড করা জন্য নিচের লিংকটিতে ক্লিক করুন।
 প্রথমেই বলেছি এটি High Compressed file তাই এটিকে Extract করার জন্য WinRAR, 7zip প্রভূতি প্রয়োজন।
যদি আপনার কাছে WinRAR বা 7zip না থাকে তাহলে আপনাদের সুবিধার্থে ডাউনলোড করার জন্য নিচের লিংক গুলো ফলো করুন। ( খুবই কাজের সফটওয়্যার)


WinRAR বা 7zip ডাউনলোড হয়েগেলে তা সেটআপ দিয়ে প্রথমে ডাউনলোড করা  XP SP-2 by pahelpcarebd.blogpot.com নামক ফাইল টির উপর রাইট বাটন ক্লিক করে Extract করে নিন।
 Extract হওয়ার পর দেখবেন এটি ৬০০ এমগাবাইটের একটু বেশী হয়েছে। এখন Extract হওয়া এই ফাইল গুলো একটি Blank সিডিতে Boot-able করে রাইট করে নিলেই হয়ে গেল একটি XP CD.
ভাই আমিওতো আপনারই মতই রক্তে-মাংসে গড়া একজন মানুষ। সুতরাং আমারওতো ভূল-ত্রূটি থাকতেই পারে তাই না? [আল্লাহ হাফেজ]
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: বিশ্বাস করেন বা নাই করেন কথা সত্যি! – মাত্র ১ মেগাবাইটের Windows XP (Service pack 2) !!! Description: download free winrar. Rating: 5 Reviewed By: Sharifur
Scroll to Top