Latest News

Recent Post

Featured
Featured
Most Popular
Videos

বাংলায় কথা বলা ঘড়ি নিয়ে এলাম আপনার মোবাইলের জন্য

আপনার কম্পিউটারে বাংলায় সময় বলার জন্য ঘড়ি আছে কিন্তু আপনার এন্ড্রয়েড মোবাইলের জন্য বাংলায় সময় বলার জন্য কোন ঘড়ি এতদিন ছিল না । এরকম একটি এ্যাপলিকেশন খুজছিলাম ইংরেজি বা অন্য ভাষার জন্য ছিল বাংলায় পেলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম । এই “বাংলা ভয়েস ঘড়ি” ব্যবহারের মাধ্যমে বাংলায় ঘড়ির সময় জানতে পারবেন ।
কী কী সুবিধা থাকছে এই ঘড়িটিতেঃ

  • বাংলাতে অটোমেটিক সময় বলে দেবে।
  • ২৪ ঘণ্টার প্রতি মিনিটে সময় বলে দিতে সক্ষম।
  • সময় বলার আগে আপনাকে সালাম দিবে।
  • নির্দিষ্ট সময় চাইলে সময় বলা বন্ধ রাখতে পারবেন।
  • সর্বোচ্চ কাষ্টমাইজেশন সুবিধা ।
এটি এলার্ম ঘড়ি হিসেবেও ব্যবহার করতে পারবেন।
আমার জানামতে এটি বাংলাদেশের প্রথম বাংলা টকিং ক্লক ( আপনার জানা অন্য কোন বাংলা টকিং এ্যাপলিকেশন থাকলে আমাকে জানাবেন)
জিঞ্জার ব্রেড সহ সকল ভার্সনেই সার্পোটেড।
শুরুতে আপনার ইচ্ছামত সাউন্ড যুক্ত করতে পারবেন। এছাড়াও এতে আরেো অনেক সুবিধা আছে । ব্যবহার করলেই বুঝতে পারবেন । আসুন এবার কিছু ব্যবহার নিয়ম নীতি দেখে নেই।
কত মিনিট পরপর সময় বলবে তা নির্ধারণ করুন >সেটিংস>মুল সেটিং> মিনিট অন্তর অন্তর সময় বল> (১-৫৯ মিনিট পর্যন্ত) ।
মেনুয়ালি সময় শুনতে হলে উপরে ডান দিকে স্পিকারে চাপুন ।
এখন কথা হল প্রতিবার সালাম শুনতে শুনতে হয়তো বিরক্তবোধ হতে পারে তাই এটি বন্ধ করতে নীচের সেটিং করুন। সেটিংস/স্পিকিং ক্লক সেটিং > এ গিয়ে “শুরুতেই সংকেত প্লে করুন” হতে ঠিক চিহ্নটি উঠিয়ে দিন।
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: বাংলায় কথা বলা ঘড়ি নিয়ে এলাম আপনার মোবাইলের জন্য Description: bangla clock. download free bangla clock Rating: 5 Reviewed By: Sharifur
Scroll to Top