Latest News

Recent Post

Featured
Featured
Most Popular
Videos

পেন-ড্রাইভে সমস্যা আর না আর না

প্রয়োজনীয় যা যা লাগবেঃ
১. ভালো এন্টি-ভাইরাস নতুন আপডেটসহ (এই ক্ষেত্রে আপনার পছন্দসই এন্টি-ভাইরাস নিতে পারেন)
২. ভালো Malware/Adware/Spyware/Trojan Removal Tool নতুন আপডেটসহ (আমার ক্ষেত্রে Malwarebytes’ Anti-Malware)
৩. আপনার কম্পিউটারের regedit.exe (Registry Editor)
৪. ভালো ফরমেট করার সফটওয়্যার (আমার ক্ষেত্রে HP USB Disk Storage Format Tool)
৫. সবচেয়ে জরুরীঃ
৬. এবং, আপনার সাবধানতা (নির্দেশাবলীতে যা বলা হয়েছে তা সঠিকভাবে অনুসরণ করা)


সমস্যাঃ


উপরের সমস্যাগুলোর ৩টি ৩ কারণে হয়ে থাকেঃ
১ নম্বর ছবির সমস্যা সাধারণত হয়ে থাকে আপনার পেন-ড্রাইভ রাইট-প্রটেকসন সুইচ অন থাকার কারনে অথবা, আপনার কম্পিউটারে “StorageDevicePolicies” না থাকার কারনে।
২ নম্বর ছবির সমস্যা সাধারণত হয়ে থাকে আপনার কম্পিউটারে Registry (regedit.exe) তে ‘WriteProtect’ on থাকার কারনে।
৩ নম্বর ছবির সাধারণত হয়ে আপনার কম্পিউটার থেকে পেন-ড্রাইভ সঠিকভাবে Eject করার কারনে অথবা, আপনার পেন-ড্রাইভ-এ Firmware-গত সমস্যার কারনে।

সমাধানঃ
ছবি ১ এবং ২ –এর জন্য প্রযোজ্যঃ
১) ক্লিক Start-> Run.
২) টাইপ regedit.exe এবং enter চাপুন
৩) এখন HKEY_LOCAL_MACHINE -> SYSTEM -> CurrentControlSet -> Control  -> StorageDevicePolicies (এখন আপনার রেজিস্ট্রিতে যদি StorageDevicePolicies না থাকে ৬ নম্বর নির্দেশনাতে চলে যান।
৪) Right-Click ‘WriteProtect’ -> Modify
৫) এখন আপনার Value-তে 1 থাকে তাহলে 0 করে দিন। OK করুন।
ছবিটি ১-৫ এর জন্য প্রযোজ্যঃ













৬) কিভাবে StorageDevicePolicies তৈরি করবেন?
  • Start -> Run -> regedit.exe -> HKEY_LOCAL_MACHINE \ SYSTEM \ CurrentControlSet \ Control key
  • এখন Control key  এর উপর Right-Click করুন।
    • New -> Key (Menu থেকে)
    • টাইপ “StorageDevicePolicies
    • এই অবস্থায় উপরের Menu থেকে Edit > NewDWORD Value সিলেক্ট করুন।
    • নতুন Value-টিকে ‘WriteProtect’ নাম দিন।
    • Right-Click ‘WriteProtect’ -> Modify
    • এখন আপনার Value-তে 1 থাকে তাহলে 0 করে দিন। OK করুন।
    • Regsitry Editor থেকে বেরিয়ে আসুন এবং কম্পিউটার Restart দিন।
ছবিটি ৬ নম্বরের জন্যঃ









তর্কতাঃ

আপনি ControlSet001 এবং ControlSet002, ‘Control’-এ দেখতে পেলে, সেই খেত্রে আপনাকে একইভাবে ‘WriteProtect’ Value পাল্টাতে হতে পারে।
একইভাবে আপনি যেকোনো External Hard-drive, USB-Drive-এর Write Protection উঠাতে পারবেন।
৩ নম্বর সমস্যার জন্য আপনাকে এই রিপেয়ার টুলঃ (সব মডেলের পেন-ড্রাইভের জন্য)
রিপেয়ার করার আগে সব ডাটা ব্যাকআপ করে নিবেন।



  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: পেন-ড্রাইভে সমস্যা আর না আর না Description: Rating: 5 Reviewed By: Sharifur
Scroll to Top