Latest News

Recent Post

Featured
Featured
Most Popular
Videos

বায়োমট্রিক পদ্ধতি তে সিম রেজিষ্টেশন এর পণালি (কিছু গুরুত্তপূর্ণ তথ্য সহ )

NID দিয়ে সিম নিবন্ধনের সমস্যা এবং কিছু প্রশ্ন ও উত্তর।

আমরা যদিও NID এর নাম্বার দিয়ে একবার 1600 নাম্বারে ম্যাসেজ দিয়েছি। কিন্তু সেটা ছিল শুধুমাত্র একটা ইনফো কোয়ারি করা। আমাদের সবারই
পুনরায় বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিষ্ট্রেশন করতে হবে।
 বায়োমেট্রিক সিম রেজিষ্টেশন
#‎প্রশ্ন‬ ১। যাদের NID নেই তারা কিভাবে বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করবেন?
#‎উত্তরঃ আপনারা আপনাদের পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং জন্মনিবন্ধন সনদ দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। কিন্তু এই সিমের মেয়াদ থাকবে ৬
মাস। এই ৬ মাসের মধ্যে NID দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
#প্রশ্ন ২। যাদের ১৮ বছর বয়স হয় নাই তারা কিভাবে সিম কিনবেন বা রেজিস্ট্রেশন করবেন?
#উত্তরঃ ১৮ বছরের কম বয়সীদের ক্ষেত্রে তাদের পিতা /মাতা কিংবা অভিভাবক তাদের পক্ষে সিমটি
কিনতে পারবেন বা রেজিস্ট্রেশন করতে পারবেন। পরে NID পেলে আপনারা আপানাদের নামে সিমটি
রেজিস্ট্রেশন করে নিতে পারবেন।
#প্রশ্ন ৩। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন
করতে কোন ফি লাগে কিনা ?
#উত্তরঃ না, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন
সম্পূর্ণ ফ্রি। যে কোন ধরনের সিম যে কোন অপারেটর এবং রিটেইলার সম্পূর্ণ বিনামূল্যে রেজিস্ট্রেশন করে দিতে বাধ্য থাকবেন। কেউ টাকা নিলে আপনার নিকটস্থ প্রশাসনবিভাগে অবহিত করুন।
#প্রশ্ন ৪। আমাদের প্রবাসী ভাইয়েরা / বোনেরা কিভাবে তাদের সিম রেজিস্ট্রেশন করবেন?
#উত্তরঃ আপনারা যদি দেশে আসতে না পারেন তবে আপনাদের পিতা /মাতা বা আত্মীয় স্বজন আপনাদের সিমটি রেজিস্ট্রেশন করে রাখতে পারবেন। পরে
আপনারা দেশে ফিরলে নিজের নামে সিমটি রেজিস্ট্রেশন করে নিবেন।
# প্রশ্ন ০৫: বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন কি কি দরকার হবে?
উত্তর: আপনার ভোটার আইডি কার্ড/পাসপোর্ট/ড্রেরাইভিং লাইসেন্স / জন্মনিবন্ধন সনদ এর যে কোন একটির ফটো কপি সাথে আপনার একটি ছবি, এবং সাথে আপনি যে সিমটি রেজিস্ট্রেশন করতে চান সেই সিমটি মোবাইলের ভিতরে অন করে নিয়ে যাবেন।

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: বায়োমট্রিক পদ্ধতি তে সিম রেজিষ্টেশন এর পণালি (কিছু গুরুত্তপূর্ণ তথ্য সহ ) Description: NID দিয়ে সিম নিবন্ধনের সমস্যা এবং কিছু প্রশ্ন ও উত্তর। । আমরা যদিও NID এর নাম্বার দিয়ে একবার 1600 নাম্বারে ম্যাসেজ দিয়েছি। কিন্তু সেটা ছিল শুধুমাত্র একটা ইনফো কোয়ারি করা। আমাদের সবারই পুনরায় বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিষ্ট্রেশন করতে হবে। বায়োমেট্রিক সিম রেজিষ্টেশন। ‪#‎প্রশ্ন‬ ১। যাদের NID নেই তারা কিভাবে বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করবেন? ‪#‎উত্তরঃ‬ আপনারা আপনাদের পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং জন্মনিবন্ধন সনদ দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। কিন্তু এই সিমের মেয়াদ থাকবে ৬ মাস। এই ৬ মাসের মধ্যে NID দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। #প্রশ্ন ২। যাদের ১৮ বছর বয়স হয় নাই তারা কিভাবে সিম কিনবেন বা রেজিস্ট্রেশন করবেন? #উত্তরঃ ১৮ বছরের কম বয়সীদের ক্ষেত্রে তাদের পিতা /মাতা কিংবা অভিভাবক তাদের পক্ষে সিমটি কিনতে পারবেন বা রেজিস্ট্রেশন করতে পারবেন। পরে NID পেলে আপনারা আপানাদের নামে সিমটি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। #প্রশ্ন ৩। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন করতে কোন ফি লাগে কিনা ? #উত্তরঃ না, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি। যে কোন ধরনের সিম যে কোন অপারেটর এবং রিটেইলার সম্পূর্ণ বিনামূল্যে রেজিস্ট্রেশন করে দিতে বাধ্য থাকবেন। কেউ টাকা নিলে আপনার নিকটস্থ প্রশাসনবিভাগে অবহিত করুন। #প্রশ্ন ৪। আমাদের প্রবাসী ভাইয়েরা / বোনেরা কিভাবে তাদের সিম রেজিস্ট্রেশন করবেন? #উত্তরঃ আপনারা যদি দেশে আসতে না পারেন তবে আপনাদের পিতা /মাতা বা আত্মীয় স্বজন আপনাদের সিমটি রেজিস্ট্রেশন করে রাখতে পারবেন। পরে আপনারা দেশে ফিরলে নিজের নামে সিমটি রেজিস্ট্রেশন করে নিবেন। # প্রশ্ন ০৫: বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন কি কি দরকার হবে? উত্তর: আপনার ভোটার আইডি কার্ড/পাসপোর্ট/ড্রেরাইভিং লাইসেন্স / জন্মনিবন্ধন সনদ এর যে কোন একটির ফটো কপি সাথে আপনার একটি ছবি, এবং সাথে আপনি যে সিমটি রেজিস্ট্রেশন করতে চান সেই সিমটি মোবাইলের ভিতরে অন করে নিয়ে যাবেন। Rating: 5 Reviewed By: Sharifur
Scroll to Top