অনেকেই জানতে চেয়েছেন এই এপস টির কথা তাই আজকে এই টিউন টি নিয়ে হাজির হলাম।
অনেক সময় আমাদের নিজের ভুলের কারনে অনেক কিছু ডিলিট হয়ে যায় । যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাকে। কিন্তু ডিলিট করার পর তা আবার ফিরিয়ে আনার যায় না ।
আমি আজকে এমন একটি সফটওয়্যার শেয়ার করতে যাচ্ছি যেটা দিয়ে আপনি আপনার ডিলেট করা ফাইলি ফিরিয়ে আনতে পারবেন নিচে বিস্তারিত দেওয়া আছে ।
Apps Name : Dumpster – Recycle Bin
Apps Type :: apk
Apps size ::
Download Link :: Click here
এই অপশন থেকেই আপনি আপনার ডিলিট করা ফাইল কতদিন সংরক্ষণ করতে চান তা
নির্ধারণ করে দিতে পারবেন । অ্যাপ ইন্সটলের পর আপনার ডিলিট করা ফাইল সার্চ দিন । যেটিকে উদ্ধার করতে
চাচ্ছেন সেই ফাইলের উপর ট্যাপ করে হোল্ড করুন । তারপর রিস্টোর দিন।
আশা করি টিপসটি আপনাদের ভালো লাগবে ।
- :: নিচের টিপসটি দেখতে পারেন আশাকরি ভালো লাগবে :: -
বাংলায় কথা বলা ঘড়ি নিয়ে এলাম আপনার মোবাইলের জন্য
0 comments:
Post a Comment