আমরা সবাই কোন না কোন গেম খেলেছি। গেম খেলতে কার না ভাল লাগে? অবসর সময়ে ও
সময় পার করার জন্য গেম খুব আমাদের অনেকের একটি পছন্দের জিনিস। কিন্তু এখন
একটি কথা শুনুন। গেম তো অনেক খেললাম। তাই খেলা বাদ দিয়ে এখন নিজেই একটি
গেম তৈরি করে ফেললে কেমন হয়!! হ্যাঁ, এখন আপনি চাইলে নিজেই তৈরি করে ফেলতে
পারেন একটি সুন্দর ও মজার গেম। তবে গেম তৈরি করার কথা শুনে ভাববেন না
এখানে কোন প্রোগ্রামিং জানার প্রয়োজন আছে। খালি কিছু ছোটোখাটো কিছু জিনিস
পরে নিলেই তৈরি করতে পারবেন গেম। এজন্য আপনার দরকার হবে Game Maker
সফটওয়্যারটির। এই সফটওয়্যারটির সাহায্যে আপনি গেম তৈরি করতে পারবেন।
সফটওয়্যারটি ইন্সটল করে ওপেন করুন। তারপর এর ডান দিকে একটি টিউটোরিয়াল
দেখতে পারবেন। এটি দেখে দেখে গেম তৈরি করুন। এই software নিয়ে এর আগেও post
করা হয়েছিল।কিন্তু সেখানে লাইট ভার্সন ছিল।আমি pro ভার্সন নিয়ে এসেছি।
Link: http://www.mediafire.com/?uspi6u2oh77fph9
0 comments:
Post a Comment