প্রথমে এই সাইটে প্রবেশ করুন এবং তারপর নিচের ধাপ গুলো অনুসরন করুন।
১। ওয়েব সাইটে ঢোকার পর
Browse বাটনে ক্লিক করে আপনার নিজের ছবিটি সিলেক্ট করুন। সিলেক্ট শেষে
Go বাটনে ক্লিক করুন।
২। এই অংশে ছবির সাইজ ও মার্জিন সেট করে
Next দিন।
৩। এই পেজটি আসলে
“Upload Partner’s Photo” তে ক্লিক করে পরবর্তী ধাপ অনুসরন করুন।
৪। এবার
Browse বাটনে ক্লিক করে আপনার পার্টনারের ছবি সিলেক্ট করুন এবং তারপরে
Upload Photo তে ক্লিক করে ছবিটি আপলোড করে নিন।
৫। এই পেজে আপনাকে বেশ কয়েকটি কাজ করতে হবে। প্রথমে
“Choose Baby Frame” থেকে আপনার পছন্দমত একটি ছবির ফ্রেম সিলেক্ট করুন। তারপরে
“Choose Baby Gender And Name” এর অপশন গুলো সেট করে ফেলুন। না পারলে নিচের ছবি দেখে কাজগুলো করুন। সব ঠিকঠাক থাকলে এবার
“Proceed” বাটনে ক্লিক করে চুপচাপ বসে থাকুন। ব্যাস আপনার কাজ এবার শেষ!
৬।
কী দেখছেন নিচের ছবিতে? হ্যাঁ, এটিই হলো আপনার ভার্চুয়াল সন্তানের ছবি!!
বেবির চেহারাটা খুব সুইট, তাই না? তাহলে আর দেরি না করে আপনি ও এক্ষুনি
আপনার ভবিষ্যত আগত সন্তানের ছবি দেখার বা তৈরির কাজে লেগে যান!
সবাই
ভালো থাকবেন। আর হ্যাঁ, আমার এই লেখাটি যদি আপনার বিন্দুমাত্র ভলো লেগে
থাকে তবে আশা করি আপনি কমেন্ট করতে ভুলবেন না! সবাইকে অসংখ্য ধন্যবাদ।
0 comments:
Post a Comment