জিপিতে আপনারা অনেকেই অনেক অফার উপভোগ করেছেন। কিন্তু আজকের অফার গ্রামীণফোন এর সকল প্রিপেইড গ্রাহকগণ উপভোগ করতে পারবেন।
আপনার ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিতে গ্রামীনফোন দিচ্ছে ১ ইন্টারনেট মাত্র ৯৯ টাকায় (মেয়াদ ৭দিন)।অফারটি পেতে ডায়াল *৫০০*৮৯# আর মেতে উঠুন ঈদ নেট উৎসবে।
শর্তাবলিঃ
আপনার ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিতে গ্রামীনফোন দিচ্ছে ১ ইন্টারনেট মাত্র ৯৯ টাকায় (মেয়াদ ৭দিন)।অফারটি পেতে ডায়াল *৫০০*৮৯# আর মেতে উঠুন ঈদ নেট উৎসবে।
শর্তাবলিঃ
- এই প্রমোশনাল ক্যাম্পেইনটি ২০ সেপ্টেম্বর ২০১৫ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চলবে
- গ্রামীণফোন এর সকল প্রিপেইড গ্রাহকগণ এই অফারটি উপভোগ করতে পারবেন
- গ্রাহকগণ মাত্র ৯৯টাকায় 1GB ইন্টারনেট ক্রয় করতে পারবেন
- অফারটি পেতে ডায়াল *500*89#
- অফারটির মেয়াদ ৭ দিন
- অবশিষ্ট ইন্টারনেট মেয়াদ জানতে ডায়াল *566*13#
- রেগুলার এবং বোনাস ভলিউম শেষ হলে গ্রাহকগণ মেয়াদ উত্তীর্ণের তারিখ পর্যন্ত ০.০১ টাকা/10KB হারে সর্বোচ্চ ২০০MB পর্যন্ত ডাটা ব্যবহার করতে পারবেন
- আনলিমিটেড এবং স্মার্ট প্ল্যান ব্যবহারকারী গ্রাহকগণ তাদের প্যাকেজ সমূহ ডিঅ্যাক্টিভেট না করে এই অফার গ্রহণ করতে পারবেন না
- ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহকগণ এই অফার গ্রহণ করলে অফারের বোনাস ভলিউম তার পূর্ববর্তী ডাটা প্যাক এর ভলিউম এর সাথে সংযুক্ত হবে না, কিন্তু যদি কোন গ্রাহক একাধিক বার অফারটি গ্রহণ করেন সেইক্ষেত্রে বোনাস ভলিউম পূর্ববর্তী বোনাস ভলিউমের সাথে সংযুক্ত হবে এবং সর্বশেষ বোনাসের মেয়াদ পর্যন্ত তা ব্যবহারযোগ্য থাকবে
- ফ্রি ইন্টারনেটের সর্বোচ্চ স্পীড 1Mbps. গড় স্পীড একাধিক কারণ যেমন, ব্যবহৃত হ্যান্ডসেট, ভিজিটকৃত ওয়েবসাইট, সময়, স্থান ও বিটিএস থেকে দূরত্ব ইত্যাদির উপর নির্ভর করে। 3G স্পীড শুধুমাত্র 3G কাভারেজ অধিন এলাকার জন্য প্রযোজ্য
- একাধিক টাইম ব্যান্ডে একাধিক বোনাস গ্রহণের ক্ষেত্রে, গ্রাহকগণকে টাইম ব্যান্ড শেষে তাদের ডাটা সংযোগ বিচ্ছিন করে পুনরায় চালু করার জন্য অনুরোধ করা যাচ্ছে
- ৩% সম্পূরক শুল্ক ও ১৫% ভ্যাট প্রযোজ্য
0 comments:
Post a Comment