Latest News

Recent Post

Featured
Featured
Most Popular
Videos

জিপি দিয়ে আবার ফুল স্পিড এ ফ্রী নেট চালান :)


প্রথমে যে কেন একটি ৩জি পেজ নিয়েন এমবি কাটবেনা ৩জি স্পিডে চালানর জন্য নিতে হবে *৫০০*৮০# ডাইল করে মিনি পেকটা চাল করেন। তা হলে ৩জি স্পিড পাবেন

প্রথমে একটা কনফিগারেশন
বানান নিচের মত
Name: TIPSGHOR.COM
Apn: gpwap
Proxy: 127.0.0.1
Port: 8080
এখন একটা টুজি বা থ্রিজি প্যাক
কিনে নিন।
এখন SdCard এ com.hipipy.gpyls
নামে কোন ফোল্ডার
থাকলে রিমুভ করে দিন
এখন নিচ থেকে জিপ
ফাইলটি নামান।
Gp new free net per 234kbps-sec.zip

Zip file Extract কোন Problem ফেসবুকে আমাকে বলেন


জিপ ফাইলটা আনজিপ করুন,
তাহলে ২টা ফাইল পাবেন।
একটা হল .ini এবং অন্যটা
com.hipipal.qpyplus নামের ফোল্ডার।
এখন এই দুইটা ফাইলকে এক্সট্রাক্ট
করে আপনার মোবাইলের
এসডি কার্ডের বাইরে পেস্ট করুন।
মনে রাখবেন এই ২টা ফাইল
আলাদা আলাদা ( কোন
ফোল্ডারের ভেতর নয় ) পেস্ট
করতে হবে।
এখন নিচ থেকে এপস্টা নামান।

Pythone Hd

এবার পাইথন ইন্সটল করুন। ওটা অপেন
করেন। মাঝখানে একটা আইকন
পাবেন। ঐ টা তে ক্লিক করেন।
তা হলে ৩টা অপশন
দেখতে পাবেন।
Run Local Project ক্লিক করুন। তারপর
donmipi Server তে ক্লিক করুন।
এখন ready আসলেই বুঝবেন কানেক্ট
হয়ে গেছে।
এর মাধ্যমে আপনি আপনার
ফোনের সব এপস গুলো ফ্রি তে ইউস
করতে পারবেন।
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: জিপি দিয়ে আবার ফুল স্পিড এ ফ্রী নেট চালান :) Description: প্রথমে যে কেন একটি ৩জি পেজ নিয়েন এমবি কাটবেনা ৩জি স্পিডে চালানর জন্য নিতে হবে *৫০০*৮০# ডাইল করে মিনি পেকটা চাল করেন। তা হলে ৩জি স্পিড পাবেন প্রথমে একটা কনফিগারেশন বানান নিচের মত Name: TIPSGHOR.COM Apn: gpwap Proxy: 127.0.0.1 Port: 8080 এখন একটা টুজি বা থ্রিজি প্যাক কিনে নিন। এখন SdCard এ com.hipipy.gpyls নামে কোন ফোল্ডার থাকলে রিমুভ করে দিন এখন নিচ থেকে জিপ ফাইলটি নামান। Gp new free net per 234kbps-sec.zip Zip file Extract কোন Problem ফেসবুকে আমাকে বলেন জিপ ফাইলটা আনজিপ করুন, তাহলে ২টা ফাইল পাবেন। একটা হল .ini এবং অন্যটা com.hipipal.qpyplus নামের ফোল্ডার। এখন এই দুইটা ফাইলকে এক্সট্রাক্ট করে আপনার মোবাইলের এসডি কার্ডের বাইরে পেস্ট করুন। মনে রাখবেন এই ২টা ফাইল আলাদা আলাদা ( কোন ফোল্ডারের ভেতর নয় ) পেস্ট করতে হবে। এখন নিচ থেকে এপস্টা নামান। Pythone Hd এবার পাইথন ইন্সটল করুন। ওটা অপেন করেন। মাঝখানে একটা আইকন পাবেন। ঐ টা তে ক্লিক করেন। তা হলে ৩টা অপশন দেখতে পাবেন। Run Local Project ক্লিক করুন। তারপর donmipi Server তে ক্লিক করুন। এখন ready আসলেই বুঝবেন কানেক্ট হয়ে গেছে। এর মাধ্যমে আপনি আপনার ফোনের সব এপস গুলো ফ্রি তে ইউস করতে পারবেন। Rating: 5 Reviewed By: Sharifur
Scroll to Top