আমার অনেকেই পিসি তে অনলিমিটেড
ইন্টারনেট কিনি পিসির জন্য কিন্তু আবার মোবাইলের বিভিন্ন সফওয়্যার আপডেট দিতে বা টুকটাক কাজের জন্য আবার এমবি
কিনা লাগে।
আজকে আমি যে সফটওয়্যারটি আপনাদের
মাঝে শেয়ার করতে যাচ্ছি এটি দিয়ে আপনি একটি পিসি ইন্টারনেট কানেশন দিয়ে অনেক গুলা ডিভাইসে
একসাথে এবং খুব ভালো স্পিড এ ইন্টারনেট চালাতে
পারবেন শুধু মাত্র wifi এর
এই ৮ এমবির সফটওয়্যার দিয়ে ।
নিচে আপনারদের সুবিধার জন্য স্কিনশট
সহ দিলাম কিভাবে সেটিং করবেন ।
১. প্রথমে আপনি এখান থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নেন।
Softwere Name :: Connectify Hotspot PRO v3.7.1.25486 Cracked- By (www.tipsghor.com)
Softwere Type :: exe
Softwere Size :: 8 Mb
Download LInk :: Click Here
২. ডাউনলোড করা হলে আপনি
zip ফাইলটি খুলুন এবং সফটওয়্যাটি সেটাপ দিন। Zip ফাইল খোলার সফটওয়্যার না থাকলে এখান থেকে
WINZIP ডাউনলোড করে নিন।
এবার আপনি যেখান থেকে সফটওয়্যারটি
সেটাপ করেছেন সেখানে Serial.txt লেখা নোটপ্যাডটি
OPen করুন । এবং সেখান থেকে E-mail টি
Copy করে
চিত্রে E-mail এ লাল দেয়া জায়গায়
Paste করুন।
একই ভাবে License Key গুলার মধ্যে যে কোন একটি কপি করে License Key লেখা ঘরে Paste করুন ।
এর পরে Ok চাপুন
। ব্যাস আপনার সফটওয়্যারটি Pro
Version হয়ে গেলো।
৪. এর পর নিচের মতো উইন্ডোটি আসবে
Internet To Share এর জায়গায়
Automatic দিয়ে রাখুন ।
বাকি সেটিং গুলা যেমন আছে তেমন
থাক কোন প্রকার চেন্জ করার প্রয়োজন নাই।
সবশেষে Apply বাটটি ক্লিক করুন ।
৫. সেটিং ঠিক হওয়ার পর নিচের মতো চিত্রটি দেখতে পাবেন।
এখানে Connected to My Hotspot এর জায়গায় যে যে ডিভাইটি আপনার এখান থেকে ইন্টানেট ইউজ করতেছে তাদের নেম লিষ্ট দেখতে পারবেন এবং আপনি ইচ্ছা করলে নিদিষ্ট ডিভাইসের ইন্টারনেট কানেশন অফ রাখতে পারবেন।
তো বাস হয়ে গেলো আপনার ওয়াইফাই হটস্পট এবং একসাথে অনেকে বসে ইন্টারনেট চালা শুধু মাত্র একটি ইন্টারনেট কানেকশন থেকে ।