Latest News

Recent Post

Featured
Featured
Most Popular
Videos

গুগল প্লে থেকে অ্যাপস ডাউনলোড করুন Google Chrome এর সাহায্যে

অ্যাপস ডাউনলোড করুন Google Chrome এর সাহায্যে

স্টেপ ১.  অ্যাপস ডাউনলোডার এই সাইট টিতে প্রবেশ করুন। নিচের ছবির মতো APK Downloader টি ডাউনলোড করুন।

স্টেপ ২. ডাউনলোড করা হয়ে গেলে গুগল ক্রম ব্রাউজার টি ওপেন করুন। তারপর ব্রাউজার এর অ্যাড্রেস বারে chrome://extensions/ লিখে এন্টার চাপুন। এবার যে পেজ টি লোড হল সেখানে আগের ডাউনলোড করা সেই APK Extension টি নিয়ে ছেরে দিন এবং ইন্সটল করুন। নিচের ছবির মতো Options এ ক্লিক করুন।

এবার নিচের ছবির মতো বাকি কাজ গুল করে ফেলি।

এখন আমাদের যথা স্থানে ইমেইল পাসওয়ার্ড ডিভাইস আইডি বসাতে হবে । এখানে মনে রাখতে হবে আমরা সেই ইমেইল ও পাসওয়ার্ড টা দিব যেটা আমাদের ফোনে দেওয়া আছে । ডিভাইস আইডি বের করার জন্য*#*#8255#*#*  লিখে ডায়েল করতে হবে। অথবা আপনি এই অ্যাপ টির মাধ্যমে ও আপনার ফোনের ডিভাইস আইডি জানতে পারবেন।
ডিভাইস আইডি জানার জন্য যে অ্যাপটি লাগবে তার ডাউনলোড লিঙ্কঃ ডিভাইস আইডি । অ্যাপ টি ইন্সটল করে ওপেন করলেই আপনার ফোনের ডিভাইস আইডি শো করবে।
স্টেপ ৩. উপড়ের কাজ গুল করার পর সাইন ইন বাটন এ ক্লিক করুন।
স্টেপ ৪. এবার গুগল প্লে থেকে আপনার কাঙ্ক্ষিত অ্যাপ টি ডাউনলোড করতে গুগল প্লে তে ভিজিট করুন এবং নিচের ছবির মতো কাজ করুন।
সব কাজ শেষ, এখন থেকে আপনি আবার পিসির মাধ্যমে গুগল প্লে থেকে অ্যাপস ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ


আরো যে টিপস গুলি আপনার কাজে লাগতে পারে


  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: গুগল প্লে থেকে অ্যাপস ডাউনলোড করুন Google Chrome এর সাহায্যে Description: গুগল প্লে থেকে অ্যাপস ডাউনলোড করুন Google Chrome এর সাহায্যে. Rating: 5 Reviewed By: Sharifur
Scroll to Top