Latest News

Recent Post

Featured
Featured
Most Popular
Videos

Download free CCleaner 4.04 Professional+Business Edition

CCleaner কথাটির অর্থ Crap Cleaner এটা সবাই মোটামুটি জানেন। এটি হাজারো অপ্রয়োজনীয় বা junk ফাইল। টেমপোরারি ইন্টারনেট ফাইল, অকেজো কুকি, অকেজো ও অব্যবহৃত রেজিস্ট্রি কী সহ আর অনেক
ময়লা-আবর্জনা পরিস্কার করে। উইন্ডোজের বিল্টইন – Disk Cleanup Utility থাকলেও সেটি junk ফাইল ঠিক মত ক্লিন করতে পারে না। তাই ভালো মানের পরিস্কার পরিচ্ছনতার  জন্য প্রয়োজন  CCleaner এর মত একটি দক্ষ সফটওয়্যারের!!!

মোটকথা, এটি পিসির আনাচে-কানাচে থেকে সকল অপ্রয়োজনীয় ফাইল, কুকি, টেমপোরারি ফাইল ইত্যাদি খুঁজে বের করে আনে এবং অপ্রয়োজনীয় রেজিস্ট্রি কী, বিভিন্ন সফটওয়্যার দ্বারা সৃষ্ট আবর্জনা এক ক্লিকেই সেগুলো পরিস্কার করে দেয়। মানে আপনার পিসি এক ক্লিকেই ঝকঝকা :) !!!
এছাড়া এই ৪.৬৪ মেগাবাইটের ডিক্স ক্লিনিং ইউটিলিটি সফটওয়্যার এর সাথে রয়েছে আরও ১০টি টুল–
  • Registry Cleaner
  • Uninstaller
  • Startup Manager
  • System Restore
  • Drive Wiper
  • Extra Settings
  • Cookies Manager
  • Include Exclude
  • File Finder
  • Monitoring
এছাড়া Startup Manager তে আরও সুবিধা বাড়ানো রয়েছে। সেখানে আপনি সকল কিছুর Startup নিয়ন্ত্রণ করতে পারবেন, যেমন– উইন্ডোজ, ওয়েব- ব্রাউজার অ্যাড-অন্স, সিডিউল টাস্ক, কনটেক্সট মেনু ইত্যাদি।।
CCleaner 4.04 এডিশনে নতুন যা কিছু সাপোর্ট করবে—-
  • added Windows 8.1 preview support.
  • added Internet Explorer 11 cleaning.
  • added Opera 15 cleaning.
  • improved Google Chrome cleaning: Flash cookies, channel ID cookies and last download location.
  • improved detection of Chromium based browsers.
  • added Comodo IceDragon cleaning.
  • improved detection and cleaning of portable browsers.
  • improved monitoring notifications (CCleaner Professional).
  • added cleaning for Sony Vegas Pro 12.0.
  • added cleaning for Bing Search.
  • added cleaning for Bing Finance.
  • added cleaning for Bing Maps.
  • added cleaning for Bing News.
  • added cleaning for Bing Sports.
  • added cleaning for Bing Travel.
  • added Hindi translation.
  • minor GUI improvements and bug fixes.

Activator & Snapshots:
আপনার জন্য সুন্দর সহজ দুটি CCleaner 4.04 Professional Activator এবং CCleaner 4.04 Business Activator দিয়েছি। এটি দিয়ে ফুল ভার্সন করা সবচেয়ে সহজ ব্যপার!
  • প্রথমে CCleaner- 4.04 সফটওয়্যারটি ইন্সটল করুন।
  • ইন্সটল করার পর CCleaner ওপেন করবেন না, ওপেন করলে তা তখনই বন্ধ(X) করে নিন।
  • এখন CCleaner 4.04 এর যেকোনো Activator ওপেন করুন। [আপনার ইচ্ছা মত যেটা ব্যবহার করতে চান]
  • অ্যাক্টিভেটর ওপেন করে পরপর ‘NEXT-> NEXT-> Start’ বাটনে ক্লিক করুন।
  • কিছুক্ষণের মধ্যে Cracked হয়ে গেলে ‘Exit’ করুন।
  • ব্যাস!!! এরপর এটি CCleaner Professional/Business Edition 4.04এ রূপান্তরিত হবে।


CCleaner 4.04 Professional+Business Edition || 4.63 MB
ডাউনলোড লিঙ্ক অথবা Activator Tool নিয়ে যদি কারও সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকেই জানাবেন। আরেকটা কথা আবারও বলি, Activator Tool ব্যবহার করার সময় নেট কানেক্টশন বন্ধ রাখবেন, না হলে আপনার প্রিয় CCleaner টা Business Edition করতে পারবেন না, এজন্য এসব বিষয়ে খেয়াল রাখবেন। তবে আমার বিশ্বাস যদি আপনারা উপরের টিউটোরিয়াল ঠিকমত অনুসরণ করেন, তাহলে ১০০% গ্যারান্টি সহকারে সকলেই সফল হবেন। সবার জন্য শুভেচ্ছা। Have Fun!!! :P
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: Download free CCleaner 4.04 Professional+Business Edition Description: Download free CCleaner 4.04 Professional+Business Edition, DOWNLOAD free CCleaner, download ccleaner patch,ccleaner crack, ccleaner download free, ccleaner with serial, Rating: 5 Reviewed By: Sharifur
Scroll to Top