Latest News

Recent Post

Featured
Featured
Most Popular
Videos

এক্সপি Sp ৩ কে করে নিন Sp ২। এড়িয়ে যান পুনরায় সেটআপ এর ঝামেলা!

আপনারা যারা এক্সপি এর সার্ভিস প্যাক ৩ ব্যবহার করে থাকেন তারা অবশ্যই জানেন যে সার্ভিস প্যাক ৩ এর মাঝে অনেক সফটওয়্যার ও ইত্যাদিই ব্যবহার করার অযোগ্য , কারণ সার্ভিস প্যাক ৩ এর মাঝে তা সাপোর্ট নেয় না।
তাই এই সমস্যা দূর করতে হলে আপনাকে সার্ভিস প্যাক ২ এর মাঝেই পুনরায় ফেরত যেতে হবে। তবে জীবনের এই ছোট্ট সময়ের মাঝে যদি প্রতিদিন বা কিছুদিন পর, পর ৪৫ মিনিট বা ১ ঘণ্টা করেই বেয় করেন সেটআপ দিতে! তবে ভেবে দেখুন কতো সময় নষ্ট হচ্ছে আপনার। শুধু সেটআপ হলেই কথ্যা ছিলো কিন্তু আপনাকে সেটআপ দেয়ার পর ইন্সটল করতে হয় আরো নানা প্রয়োজনীয় সফটওয়্যার! সব মিলিয়ে এক মহা সময়ের ব্যপার :(

তাই আজকে আমরা দেখবো কিভাবে প্যাক ৩ কেই ২ তে পরিণত করা যায়ঃ
১/ আপনার স্টার্ট মেন্যু থেকে RUN ওপেন করুন এবং টাইপ করুন REGEDIT এবং OK প্রেস করুন।

এবার অপশন গুলো আসলে ঠিক ভাবে যানঃ

HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Windows
২/ এবার উইন্ডোজ এর মাঝে গেলে ডান পাশে কিছু অপশন আসবে। আপনি CSDVersion এর মাঝে ডাবল ক্লিক করুন।

এবার নিচের থেকে পছন্দ করুনঃ

  • 100 (for Windows XP SP1)
  • 200 (for Windows XP SP2)
  • 300 ( for Windows XP SP3)
আমরা যেহেতু সার্ভিস প্যাক ২ বানাবো তাই 200 ই বেঁছে নিন নিজের জন্য।

৩/ উপরের পিকচার মতো কাজ হয়ে যাবার পর OK করুন।
৪/ আপনি যেগুলো সার্ভিস প্যাক ৩ তে চালাতে চেয়েছিলেন কিন্তু চালাতে পারেন নি! তা এবার পুনরায় সেটআপ করুন পিসিতে এবং পিসি রিস্টার্ট করুন। আশা করি ইনশাল্লাহ আপনার কাজ হবে ।
৫/ যদি আপনি আবার সার্ভিস প্যাক ৩ তে চলে যেতে চান তবে 200 এর জায়গায় পুনরায় 300 লিখে দিন। আপনি তবে আবারো প্যাক ৩ তে চলে যেতে সক্ষম হবেন।

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: এক্সপি Sp ৩ কে করে নিন Sp ২। এড়িয়ে যান পুনরায় সেটআপ এর ঝামেলা! Description: Rating: 5 Reviewed By: Sharifur
Scroll to Top