Latest News

Recent Post

Featured
Featured
Most Popular
Videos

এবার নিজেই তৈরি করুন আপনার Shutdown, Restart ও Logoff বাটন আপনার Desktop এ …… সফটওয়্যার ছারাই

আপনি যদি ইচ্ছা করেন তাহলে আপনি নিজেই আপনি আপনার Shutdown, Restart ও Logoff এর শর্টকাট মেনু বানাতে পারেন আপনার ডেক্সটপে।
কিভাবে করবেন ? নিচে দেখুন……
১     প্রথমে আপনার মাউস এর রাইট বাঁটনের ক্লিক করুন।
২     তারপর নিউ তারপর শর্টকাট সিলেক্ট করুন।
৩    এবার একটি ডায়ালগ বক্স আসবে একানে লিখুন  Shutdown -s -t 10
<>  আপনি ইচ্চা করলে সময় বাড়িয়ে নিতে পাড়েন, আমি আপনাদের বুঝানুর জন্য ১০ সেকেন্ড টাইম দিলাম। (মানে আপনি ১০ এর জায়গায়  ইচ্ছা  মত সময় নিরধারন করে দিতে পাড়েন )
৪    এবার next বাঁটন এ ক্লিক করুন।
৫    Shortcut এর নাম দিন Shutdown PC
৬    এবার Finis বাঁটন এ ক্লিক করুন।
৮    আপনি ইচ্ছা করলে আইকন পরিবর্তন করে দিতে পাড়েন।
৯   আইকন পরিবর্তন করার জন্য Shutdown PC এর উপর মাউস পয়েন্টার রেখে রাইট বাঁটনে ক্লিক করে properties এ ক্লিক করুন এবং পরে change icon এ  ক্লিক করুন ।
১০   এবার icon সিলেক্ট করে OK বাটনে ক্লিক করুন।
১১   এবার Shutdown PC এর উপর ডাবল ক্লিক করুন এবার দেখবেন কম্পিউটার Shutdown হয়ে যাবে।

Restart বাটন
এটি   তৈরি করতে হবে টিক Shutdown এর মত করে, শুধু কোড টি আলাদা হবে। Restart বাটন এর কোড হল  shutdown -r -t 10

Log off বাটন
এটিও তৈরি করতে হবে আগের টির মতই, শুধু কোড টি আলাদা হবে। Log off বাটন এর কোড হল   shutdown -l -t 10

 
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: এবার নিজেই তৈরি করুন আপনার Shutdown, Restart ও Logoff বাটন আপনার Desktop এ …… সফটওয়্যার ছারাই Description: Rating: 5 Reviewed By: Sharifur
Scroll to Top