Latest News

Recent Post

Featured
Featured
Most Popular
Videos

আপনার অতি সাধারন মানের ছবিতেও দিন HDR ইফেক্ট,চমকে দিন সবাইকে !

আমরা অনেকেই ছবি তুলতে পছন্দ করি।কিন্তু অনেক সময় পছন্দের ছবি দেখেও মন খারাপ হয়ে যায়।কারন ছবির মান যদি ভালো না হয় তাহলে মন তো খারাপ হবেই।সবার তো আর ডিজিটাল ক্যামেরা অথবা দামী মোবাইল ক্যামেরা নেই যে হাই রেজুলেশনের ছবি তৈরী করবে।তাই আজ আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার অতি সাধারন মানের ছবিতেও HD ইফেক্ট দেবেন।
আজকে উল্টো দিক থেকে শুরু করি ।মানে আগে সফটওয়্যারটির ব্যবহারবিধি বলি তারপর দিই ডাওনলোড লিংক।
প্রথমেই সফটওয়্যারটি ওপেন করুন এবং সবার উপরে বায়ে create new HDR অপশনে যান-
 এখন add image অপশনে গিয়ে আপনি যে ছবিটিতে HDR ইফেক্ট দিবেন সেটি খুজে বের করুন-

এখন বা পশের মেনুগুলো থেকে স্লাইডার নিজের ইচ্ছেমতো টেন নিন যতোক্ষন না আপনার মনের মতো হচ্ছে ছবিটি।-
 অথবা match color অপশন থেকে স্বয়ংক্রীয়ভাবে প্রকৃতির রংয়ের সাথে মনের মাধুরী মিশিয়ে তৈরী করতে HDR ইফেক্টের ছবি-




সবশেষে proccess and save অপশনে গিয়ে ছবিটি সেভ করার প্রক্রিয়া শেষ করুন-



ব্যাস হয়ে গেলে আপনার ছবিটি ঝকঝকে তকতকে। কি বি শ্বাস হচ্ছে না ? তাহলে দেখুন এই ছবিটি ইফেক্ট দেয়ার আগে কেমন ছিলো 
এরপর দেখুন ইফেক্ট দেয়ার পর ছবিটি কেমন হয়েছে-
 
কি পরিবর্তন টের পাচ্ছেন ? আপনিও যদি আপনার ছবিকে এরকম ডিজিটাল ক্যামেরার মতো আকর্ষনীয় করতে চান তাহলে   DYNAMIC PHOTO HDR নামের এই সফটওয়্যারটি ডাওনলেড করে নিন (সাইজ ১৪ মেগা)।

http://dynamic-photo-hdr.en.softonic.com/
http://www.mediafire.com/?j92r82a5kfe7z9z
http://filetreasures.com/?download/3472021/dynamic-photo_hdr_4[Ultimate]
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: আপনার অতি সাধারন মানের ছবিতেও দিন HDR ইফেক্ট,চমকে দিন সবাইকে ! Description: Rating: 5 Reviewed By: Sharifur
Scroll to Top