মাত্র তিনটি ধাপ সম্পূর্ণ করলেই পেয়ে যাবেন কাংখিত রিং টোন, যা আপনি মনে প্রানে চান। Free Ringtone Maker নামের এই সফটটি সম্পূর্ণ রুপে ফ্রী। কোন সিরিয়াল বা ক্র্যাকের কোন প্রয়োজন নেই। এখান থেকে ডাউনলোড করে নিন। মাত্র ১.২৫ মেগাবাইট। ইন্সটল করুন, ইন্সটল শেষে ডেস্কটপ আইকন থেকে ডাবল ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন।
এখানে আপনাকে তিনটি ধাপে কাজ করতে হবে, ধাপ তিনটি হচ্ছে- Pick a song>Cut it>Get my ringtone প্রথমে আপনাকে Choose a song from My Computer এ ক্লিক দিয়ে যে গানটিকে আপনি রিং টোন হিসেবে ব্যবহার করতে চান, তা সিলেক্ট করুন।
এখানে আপনাকে যা করতে হবে-
এখানে আপনাকে তিনটি ধাপে কাজ করতে হবে, ধাপ তিনটি হচ্ছে- Pick a song>Cut it>Get my ringtone প্রথমে আপনাকে Choose a song from My Computer এ ক্লিক দিয়ে যে গানটিকে আপনি রিং টোন হিসেবে ব্যবহার করতে চান, তা সিলেক্ট করুন।
এখানে আপনাকে যা করতে হবে-
- আপনি এখানে ক্লিক দিয়ে গান কতটুকু সিলেক্ট করবেন তা শুনে নিতে পারেন।
- এখানে আপনি গানকে কতটুকু কেটে নিবেন তা সিলেক্ট করে নিতে পারেন।
- Next এ ক্লিক দিন।
- এবার আপনি Save Ringtone to My Computer এ ক্লিক দিয়ে রিং টোন টিকে কোথায় সেভ করবেন দেখিয়ে দিন। নিমিষেই তৈরি হয়ে যাবে রিং টোন। যা আপনি মোবাইলে নিয়ে রিং টোন হিসেবে ব্যবহার করতে পারেন।
0 comments:
Post a Comment