অফারটির বিস্তারিতঃ
বাংলালিংক অফারটি চটকদার হলেও আমরা একটু ক্লিয়ার করে নেই আসল বিষয়টি। মূলত আপনি প্রতি ৫৮ টাকা রিচার্জে পাবেন ১০০ মিনিট ও ৫৮ এমবি বোনাস ইনস্ট্যান্ট!
আর আপনি এই অফারে মোট রিচার্জ করে অফার লুফে
নেওয়ার সুযোগ পাবেন ১০ বার।আর আপনি এই অফারে মোট রিচার্জ করে অফার লুফে
সুতরাং, ৫৮X১০=৫৮০ টাকা রিচার্জে পাচ্ছেন, ১০০ মিনিটX১০= ১ হাজার মিনিট এবং ৫৮ এমবিX১০= ৫৮০ এমবি বোনাস!
এটাই হল মূলত আমাদের বাংলালিংকের কদ্দের আকর্ষণের ভেলকি! আসুন কন্ডিশন গুলা জেনে নেই।
এই অফারটি সকল বাংলালিংক প্রিপেইড প্যাকেজের জন্য প্রযোজ্য হবে।
বোনাস মিনিটে আপনি যেকোনো বাংলালিংক নাম্বারে ফ্রী কল করতে পারবেন সকাল ৯ - বিকাল ৫ টা পর্যন্ত!
বোনাস মিনিটের মেয়াদ রিচার্জের পর থেকে মোট ২ দিন। ( রিচার্জের দিন সহকারে )
বোনাস ইন্টারনেট ব্যবহার করতে পারবেন রিচার্জের পর থেকেই। মেয়াদ মোট ১ দিন।
অফারটির বোনাস মিনিট ও এমবি জানতে ডায়াল করুন *124*31#
বি.দ্র. এটি একটি লিমিটেড/ সীমিত অফার।
0 comments:
Post a Comment