Latest News

Recent Post

Featured
Featured
Most Popular
Videos

ড্রাইভার ডিস্ক হারালেও আর চিন্তা নাই (4 m.b সফ্টওয়্যার)

আমরা অনেক সময় মাদার বোর্ডের ড্রাইভার ডিস্ক হারিয়ে ফেলি বা কোন ড্রাইভার সফ্টও্যার হয়তো আপনার পিসিতে ইনষ্টল করা আছে কিন্তু এর সেটআপ ফাইল আপনার কাছে নেই।  এমতাবস্থায় ঐ ড্রাইভারগুলো ব্যাকআপ করে রাখতে পারেন । তাহলে পরবর্তিতে পূনরায় উইন্ডোজ ইনষ্টল করলেও আপনার আর নতুন করে ড্রাইভার সেটআপ দিতে হবে না। শুধু রিষ্টোর করলেই হবে।


আর আমার দেওয়া সফ্টওয়্যার মানেই পোর্টেবল ভার্সন যা ইনষ্টল করার প্রয়োজন হয় না। শুধু ওপেন করেই কাজ শুরু।
যেভাবে ব্যাকআপ করবেন ঃ
> প্রথমে সফ্টওয়্যারটি এক্সট্রাক্ট করে ওপেন করুন
> এর পর বাম পাশের অপশনগুলো থেকে Back Up Drivers সিলেক্ট করুন
> এর পর ডান পাশে নিচে Select All এ ক্লিক করে Start Backup এ ক্লিক করুন।
> ব্যাক ফাইল কোথায় সেভ রাখতে চান তা দেখিয়ে দিন এবং Ok করুন। ব্যাস কিছুক্ষনের মধ্যেই ব্যাক শেষ হয়ে যাবে।

যেভাবে রিষ্টোর করবেন ঃ
> যখন রিষ্টোর করার প্রয়োজন হবে তখন সফ্টওয়্যারটি ওপেন করুন
> এর পর বাম পাশের অপশনগুলো থেকে Restore Drivers সিলেক্ট করুন
> এর পর একটা ম্যাসেজে জানিয়ে দেবে কোথায় ব্যাকআপ ফাইল গুলো আছে।
> যদি ঐ লোকেশনটি সঠিক হয় তবে Yes করুন; আর না হলে No তে ক্লিক করে লোকেশন দেখিয়ে দিন (যেখানে ব্যাকআপ করে রেখেছিলেন)
> তারপর Start Restoration এ ক্লিক করুন। ব্যাস কিছুক্ষনের মধ্যেই কেল্লা ফতে হয়ে যাবে।

তাহলে আর দেরী কেন নিচের দেওয়া লিংক থেকে ডাউনলোড করুন  Driver Magician
ডাউনলোড লিংক >> http://www.mediafire.com/?32ne3eqbssa5vro

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ড্রাইভার ডিস্ক হারালেও আর চিন্তা নাই (4 m.b সফ্টওয়্যার) Description: Rating: 5 Reviewed By: Sharifur
Scroll to Top