Latest News

    Recent Post

    Featured
    Featured
    Most Popular
    Videos

    সম্পুর্ণ ফ্রী ইন্টারনেট ব্যবহার করুন (আনলিমিটেড ব্রাউজিং এবং ডাউনলোড)-না দেখলে মিস করবেন!

    আমরা অনেকে হয়তো ফ্রী ইন্টারনেট ব্যবহারের কথা শুনেছি। অনেকে চেষ্টাও করেছেন তার মধ্যে অনেকে তা ব্যবহার করতে পেরেছেন আবার অনেকে পারেন নি। কিন্তু এখনো অনেকে আছেন যারা এটা সম্পর্কে ভালভাবে জানেন না! তাই যারা ফ্রী ইন্টারনেট ব্যবহারের এই নিয়ম জানেন না তাদের জন্য আমার এই পোষ্ট।
    ফ্রী ইন্টারনেট ব্যবহারের কিছু ধরন আছে যেমন কেউ কম্পিউটারে প্রক্সি দিয়ে ফ্রী ইন্টারনেট ব্যবহার করছেন আবার কেউ বা মোডিফাই করা অপেরা মিনি দিয়ে মোবাইলে ফ্রী ইন্টারনেট ব্যবহার করছেন।

    মোবাইলে যারা ব্যবহার করেন তা হল শুধুমাত্র জাবা সমর্থিত (নোকিয়া) হ্যন্ডসেটের জন্য প্রযোজ্য। কিন্তু সিম্বিয়ান ফোন ব্যবহারকারীরা এখনো এটার পুরোপরি সুফল ভোগ করতে পারেন নি। কেননা সিম্বিয়ান ফোনে ফ্রী নেট ব্যবহারের জন্য সেটিংসগুলো ম্যানুয়্যালি করতে হয়।
    দেখে নিন কিভাবে আপনি আপনার সিম্বিয়ান হ্যান্ডসেটটি ফ্রী নেট ব্যবহারের জন্য ম্যানুয়্যালি সেট করবেন-

    এর জন্য আপনার যা যা লাগবেঃ
    ১। একটি মোডিফাইড অপেরা মিনি,
    ২। একটি গ্রামীনফোন সিম।
    প্রথমে অপেরা মিনি টি এখান থেকে  ডাউনলোড  করে নিন।
    আপনার নোকিয়া ফোনে একটি গ্রামীনফোন সিম ঢুকান।
    তারপর নিছের স্ক্রীনশট সম্বলিত নির্দেশিকা অনুসরণ করুনঃ      (আমি ম্যনুয়েলটি তৈরী করেছি আমার নোকিয়া N73 মোবাইলের স্ক্রীনশট দিয়ে)

    ১।প্রথমে নিছের ছবির মত আপনার মোবাইলের ম্যেনুতে যান-

    ২। তারপর সেটিংস- এ যান

    ৩।  কানেকশনে যান-

    ৪। এক্সেস পয়েন্ট নির্বাচন করুন-


    ৫। তারপর আবার অপশনে যান-


    ৬। নতুন এক্সেস পয়েন্ট নির্বাচন করুন-



    ৭। "Use default settings"  সিলেক্ট করুন-


    ৮। আপনার পছন্দমত একটি কানেকশন  নাম দিন (আমি Almamun24.tk দিয়েছি)


    ৯। এক্সেস পয়েন্টের নাম দিন 'gpinternet', তারপর অপশনে ক্লিক করুন-


    ১০। তারপর অ্যাডভান্সড সেটিংস এ ক্লিক করুন-


    ১১/ ছবিতে প্রদর্শিত প্রক্সি সার্ভার এড্রেস এবং পোর্ট নাম্বার বসান-


    ১২। তারপর আবার অপশনে যান-


    ১৩। এবং এক্সিট দিয়ে বের হয়ে আসুন-


    ফ্রী ইন্টারনেট ব্যবহারের জন্য আপনার প্রোফাইল তৈরীর কাজ শেষ! এখন আপনার ডাউনলোডকৃত মোডিফাই করা অপেরা মিনি টি ওপেন করুন এবং নিচের কাজটুকু শেষ করুনঃ

    ১। ওপেন অপেরা মিনি

    ২। অপেরা মিনির সেটিংস নির্বাচন করুন-


    ৩।  অ্যাডভান্সড এ যান-


    ৪। এরপর কানেকশান এ যান-


    ৫। কানেকশনে Almamun24.tk ( অথবা আপনি যে প্রোফাইলটি আগে তৈরী করেছেন সেটি) নির্বাচন করুন-



    ব্যাক দিয়ে বেরিয়ে আসুন ।  আপনার কাজ শেষ । এখন মনের ইচ্ছে মত যত খুশি তত ব্রাউজিং এবং ডাউনলোড করুন আপনার মোবাইল  দিয়ে।
    সবার কাছে আমার অনুরোধ কেউ এটা দিয়ে কোন খারাপ সাইটে প্রবেশ করবেন না বা খারাপ কোন ফাইল ডাউনলোড করবেন না। দীর্ঘদিন এই ফ্রী ইন্টারনেট ব্যবহারের কৌশলের অপেক্ষায় আমরা ছিলাম।এখন পেয়েছি এবং এটাকে ভাল কাজে ব্যবহার করব । এবং এর সুষ্ঠ প্রয়োগ করব। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। কোন প্রকার ভূল-ত্রুটি হলে ক্ষমা করবেন। সবাই ভাল থাকুন সুস্থ্য থাকুন আর সবসময় তথ্য-প্রযুক্তির সাথে থাকুন।আল্লাহ হাফেজ।
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: সম্পুর্ণ ফ্রী ইন্টারনেট ব্যবহার করুন (আনলিমিটেড ব্রাউজিং এবং ডাউনলোড)-না দেখলে মিস করবেন! Description: free net tips Rating: 5 Reviewed By: Sharifur